রবিবার ০৬ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Doctors Day: বিধানচন্দ্র রায়ের ছবির পরিবর্তে বি আর আম্বেদকরের ছবি‌!‌ চিকিৎসক দিবসের মানপত্র নিয়ে বিভ্রান্তি

Rajat Bose | ০৪ জুলাই ২০২৪ ১৫ : ০৩Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ কিংবদন্তি চিকিৎসকের জায়গায় সংবিধান প্রণেতার ছবি। পালন করা হল চিকিৎসক দিবস। এখানেই শেষ নয়, ওই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে শহরের বিশিষ্ট একাধিক চিকিৎসককে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল চিকিৎসক মহলে। যদিও পুরসভার দাবি প্রিন্টিং মিসটেক! ১ জুলাই ধুমধাম করে চিকিৎসক দিবস পালন করে বৈদ্যবাটি পুরসভা। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট একাধিক চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় ফ্রেমে বাঁধানো সম্মাননা পত্র। কিন্তু বিভ্রান্তি সেই সম্মাননাপত্রে বিধানচন্দ্র রায়ের ছবির বদলে বি আর আম্বেদকরের ছবি। সেদিন অনুষ্ঠান মিটে যায়। সম্প্রতি প্রতিবাদ শুরু হয় সোস্যাল মিডিয়ায়। চিকিৎসক দিবসের দিন বৈদ্যবাটি পুরসভার তরফে শহরের একাধিক চিকিৎসকদের বাড়িতে গিয়ে সম্মান জানানো হয়। কাউন্সিলররা চিকিৎসকদের হাতে সেই সম্মান তুলে দিয়ে ছবিও তোলেন। ফ্রেমে বাঁধানো মানপত্রে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা। পাশে বি আর আম্বেদকরের ছবির নিচে রয়েছে চিকিৎসকদের সিম্বল। বিষয়টি নজরে পড়তেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান চিকিৎসক দীপ্তেন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‌চিকিৎসক দিবস সারা দেশেই পালিত হয়। বৈদ্যবাটি পুরসভাও পালন করেছে। কিন্তু চিকিৎসকদের সম্মান জানাতে গিয়ে বড় ভুল করেছে তারা। কে বিধান রায় আর কে আম্বেদকর তা চিনতে পারেনি। আম্বেদকর হলেন সংবিধান প্রণেতা আর বিধান রায় পশ্চিমবঙ্গের রূপকার কিংবদন্তি একজন চিকিৎসক। তাঁর জন্মদিনে সম্মান। আর তাঁরই ছবি নেই। এতজন কাউন্সিলর, পুরসভার কর্মী, চেয়ারম্যান কারও নজরে পড়ল না?’‌ 
বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেছেন, ‘‌প্রতিবছরই চিকিৎসকদের সম্মান জানানো হয় ১ লা জুলাই চিকিৎসক দিবসে। শহরের ১১০ জন চিকিৎসককে এবার সম্মান দেওয়া হয়েছে। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই মানপত্র করার। সে মানপত্র কলকাতা থেকে করিয়ে নিয়ে আসে। বিধানচন্দ্র রায়ের বদলে অন্য ছবি বসিয়ে দিয়েছে। এটা প্রিন্টিং মিসটেক। বিষয়টা কারোর নজরেই পড়েনি।’‌ যে চিকিৎসক ফেসবুকে পোস্ট করেছিলেন তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন পিন্টু বাবু। ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। আরও কয়েকজন চিকিৎসকের সঙ্গেও তাঁর কথা হয়েছে। তিনি বলেছেন মানপত্র বদলে দেওয়া হবে।



ছবি:‌ পার্থ রাহা






বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কারবালা চা বাগান থেকে হস্তিশাবকের পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ...

'প্রাচীন সভ্যতার ইতিকথা'য় দশভুজা নয়, দেবীদুর্গা অষ্টদশ ভুজা ...

কাটারি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্ত স্বামীর ...

গরুপাচার মামলায় জামিন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের, শনি রাতেই জেলমুক্তির সম্ভাবনা...

নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, জয়নগরে লাঠি-ঝাঁটা নিয়ে থানা ভাঙচুর স্থানীয়দের...

দলছুট ইলিশ ধরা পড়ল দামোদরে, বিক্রি হল চড়া দামে ...

মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজে ব্যাপক দুর্নীতি! বিস্ফোরক অভিযোগ এই তৃণমূল বিধায়কের...

আমার দ্বারা এই অপারেশন হবে না, অপারেশন শুরু করে বাইরে বেরিয়ে দাবি চিকিৎসকের, বিপাকে রোগীর পরিবার ...

সোনাঝুরি হাট নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের, মন খারাপ হতে পারে পর্যটকদের ...

তলিয়ে গেল ১০টি বাড়ি, আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা ...

এবার থেকে আরও বেশি করে গর্বিত হবেন বাঙালিরা, কেন্দ্রের বিশেষ এই স্বীকৃতিতে বাংলার মুকুটে নয়া পালক...

চলছে দুয়ারে ত্রাণ কর্মসূচি, বন্যা দুর্গতদের কাছে পৌঁছল পুজোর জামা...

হাসপাতালে আসেন না সুপার, বদলি করতে স্বাস্থ্য ভবনে চিঠি কর্তৃপক্ষের ...

শুধু আনন্দ নয়, মানসিক প্রশান্তির জন্যও রবীন্দ্র সঙ্গীত খুব প্রয়োজন, আর কী বললেন শিল্পী? ...

ইঁদুরের দৌরাত্ম্যে বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা, পথে নামল অতিরিক্ত পুলিশ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24